শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরজাতীয়ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন, এতে কোনো সংশয়ের সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

সম্পর্কিত সংবাদ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সব দলের অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে-এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, যত দ্রুত নির্বাচন সম্পন্ন হবে, দেশের জন্য ততই কল্যাণ বয়ে আনবে। আমরা আশা করি সব রাজনৈতিক দলের উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের দেয়া রায়ের ভিত্তিতেই তাদের দায়িত্ব হস্তান্তর করা হবে।

নির্বাচন আয়োজন স্থগিতের দাবিতে করা হাইকোর্ট রিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘রিট করার সাংবিধানিক অধিকার সবার আছে; এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ তবে তিনি নিশ্চিত করে বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ নির্বাচন কমিশন ইতোমধ্যেই ফেব্রুয়ারির প্রথমদিকে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।’

এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি নূর আহমদ, নানুপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির উপস্থিত ছিলেন।

৮ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, ‘আন্দোলন যে কেউ করতে পারে। তবে তাদের সঙ্গে আমাদের নিয়মিত আলোচনা ও বৈঠক হচ্ছে। তারা জনগণকে ‘হ্যাঁ-না’ ভোটে সম্পৃক্ত করতে চাইছে।’

সম্প্রতি

আরও খবর