শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরজাতীয়মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে বাসায় মা-মেয়ে হত্যা মামলায় গৃহকর্মীর বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে মামলার এজাহার আসে। আদালত মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

গতকাল সোমবার শাহজাহান রোডের বাসায় ৪৮ বছর বয়সী লায়লা আফরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে হত্যা করা হয়। ওইদিন রাতে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম।

আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে মোহাম্মদপুরের ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। তাদের গ্রামের বাড়ি নাটোরে। প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান আজিজুল। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। বেলা ১১টার দিকে বাসায় ফিরে এসেই তিনি স্ত্রী-কন্যার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন, খবর দেয়া হয় পুলিশে।

ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকে আনুমানিক ২০ বছর বয়সী আয়েশা। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বেরিয়ে যায় সে। ওই স্কুলড্রেসটি ছিল খুন হওয়া নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার। ঘটনার পর দারোয়ান খালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি পুলিশকে বলেছেন, চার দিন আগে বাসার কাজের জন্য আসা তরুণীকে ওই ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছিলেন। ওই তরুণী তার পূর্ব পরিচিত নন। ভিডিও ও দারোয়ানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, গতকাল সোমবার সকাল ৭টার পর আয়েশা যখন আসে, স্বাভাবিকভাবেই বাসার নিরাপত্তাকর্মী খালেক তাকে ভেতরে যেতে দেন। কিন্তু বের হওয়ার সময় স্কুলড্রেস পরে যাওয়ার সময় তার মুখে মাস্ক থাকায় গেটে দায়িত্বরত থাকা খালেক চিনতে পারেননি।

সম্প্রতি

আরও খবর