রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরজাতীয়নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা, মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশও সহিংসতায় রূপ নিতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার দূতাবাসের পক্ষ থেকে সারা দেশের জন্য একটি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নির্বাচন কমিশন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করেছে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ঘনঘন এবং তীব্র রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। একই সঙ্গে মনে রাখতে হবে, শান্তিপূর্ণ সমাবেশও বিরোধপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং তা সহিংসতায় রূপ নিতে পারে।

এ অবস্থায় মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার, স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করার এবং ভিড় ও বিক্ষোভপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

সম্প্রতি

আরও খবর