রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরজাতীয়সিলেটে ভারতীয় মিশনে দায়িত্ব নিয়েছেন নতুন সহকারী হাইকমিশনার

সিলেটে ভারতীয় মিশনে দায়িত্ব নিয়েছেন নতুন সহকারী হাইকমিশনার

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট

সম্পর্কিত সংবাদ

সিলেটে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস যোগ দিয়েছেন। গত ৭ ডিসেম্বর তিনি তার নতুন কর্মস্থলে যোগ দেন বলে জানিয়েছেন হাইকমিশনের দ্বিতীয় সচিব শ্রী মানস কুমার মুস্তাফি। তিনি ৯ ডিসেম্বর হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রী অনিরুদ্ধ দাস ১৯৯৭ সালে ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয়ে যোগদান করেন। ১৯৯৭-১৯৯৯ সালের প্রথম দিকে তিনি পূর্ব এশিয়া বিভাগের চীন বিভাগে কাজ করেন। নয়াদিল্লির এমইএ সদর দপ্তরে তিনি এমইএ-এর এস্টাব্লিশমেন্ট বিভাগ, গ্লোবাল এস্টেট ম্যানেজমেন্ট (জিইএম) বিভাগ এবং ডেভেলপমেন্ট পার্টনারশিপ অ্যাডমিনিস্ট্রেশন (ডিপিএ-III) বিভাগে দায়িত্ব পালন করেন।

তিনি তিউনিস (তিউনিসিয়া), দার এস সালাম (তানজানিয়া), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), পোর্ট অফ স্পেন (ত্রিনিদাদ ও টোবাগো) এবং ভ্যালেটা (মাল্টা) -এ ভারতীয় মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর