বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরজাতীয়নির্বাচন: বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

নির্বাচন: বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে আসা বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম প্রতিনিধিদের আগামী ১৭ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। আবেদনপত্র বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসি।

এতে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি স্বাধীন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন অঙ্গীকারবদ্ধ। নির্বাচন প্রক্রিয়ার সব কার্যক্রম দেশি-বিদেশি পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। গণভোট ও নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক, পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

সম্প্রতি

আরও খবর