শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরজাতীয়শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে সহিংস বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে সহিংস বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে দিনভর সহিংস বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকাসংবলিত সাইনবোর্ড পুড়িয়ে দেয় এবং ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়। পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছে—এমন অভিযোগ তুলে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে জমায়েত হয় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সেখানে সমাবেশ শেষে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে দুপুরের দিকে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ ভিসা সেন্টারের সামনে থাকা বাংলাদেশের পতাকাসংবলিত সাইনবোর্ড টেনে-হিঁচড়ে ছিঁড়ে ফেলে। মুহূর্তের মধ্যেই সেই সাইনবোর্ডটি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুতুলের সঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ভিসা সেন্টার ঘিরে ফেলে। উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচির কারণে আগে থেকেই নিরাপত্তাজনিত আশঙ্কায় ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে ভিসা সেন্টার বন্ধ থাকলেও সংগঠন দুটির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশের সঙ্গে ভিসা সেন্টারের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, যতদিন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ও হিন্দুদের মন্দির নিরাপদ থাকবে না, ততদিন বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার দাবি অব্যাহত থাকবে।

এর আগে একই ধরনের পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকেও ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়।

সম্প্রতি

আরও খবর