রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরজাতীয়নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন এটর্নি জেনারেল।

নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন এটর্নি জেনারেল।

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন।

শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন জানিয়েছেন।

রাত ৯টার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তিনি অব্যাহতিপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে দেওয়া এই অব্যাহতিপত্র রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

রাতে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে।

এর আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছিলেন, তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে ভোট করবেন। সেখানে দলের নমিনেশন চেয়েছেন। মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে তিনি ভোট করবেন।

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

সম্প্রতি

আরও খবর