শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরজাতীয়এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে তারেক রহমান, নিরাপত্তা জোরদার

এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে তারেক রহমান, নিরাপত্তা জোরদার

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। আর রাত ১০টা ২৩ মিনিটে হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে আজ সকাল, বিকেল ও রাতে হাসপাতালে এসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।

তারেক রহমান হাসপাতালে যাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের নিজস্ব সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। পরদিন শনিবারও (২৭ ডিসেম্বর) তিনি এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।

একই দিনে খালেদা জিয়ার পরিবারের একাধিক সদস্য হাসপাতালে যান। সকাল, বিকেল ও রাতে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত ছিলেন। এছাড়া খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর কন্যা জাহিয়া রহমানও হাসপাতালে যান।

সম্প্রতি

আরও খবর