ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ও ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ফয়সাল করিম মাসুদ হঠাৎই প্রকাশ্যে এসে দাবি করেছেন তিনি ভারতে পালাননি, বরং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষ দাবি করে হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন ও অভিযোগের আঙুল তুলেছেন জামায়াতে ইসলামীর দিকে।
বেশকিছু নথি ও ভিডিও বার্তায় স্পষ্ট, মাসুদের বর্তমান অবস্থান দুবাই। সেখানে বসেই দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি হাদিকে খুন করিনি। আমার পরিবারকে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার খেলায় ফেলা হয়েছে। এই ‘উইচ হান্ট’ থেকে বাঁচতেই আমি দুবাই এসেছি।”
আজ এই রিপোর্টটি করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।



