বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারী ও মানবমুক্তির অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার, (২০ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেতারা ও অতিথিরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাধবী বণিক, আরিফা আক্তার কাঁকন এবং শাহজাদী শামীমা আফজালী।
অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, সাধারণ সম্পাদক মালেকা বানু এবং সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তারা বলেন, সুফিয়া কামাল তার মানবিকতা, বিশ্লেষণী ক্ষমতা, সাহস এবং ইতিবাচক মনোভাব দিয়ে নারী ও মানবমুক্তির আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার সংগ্রাম, নৈতিকতা ও নেতৃত্ব আজও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা।
অনুষ্ঠানে মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।



