শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরশোক ও স্মরনবেগম খালেদা জিয়ার মৃত্যুতে পবিপ্রবির উপাচার্যের শোকবার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পবিপ্রবির উপাচার্যের শোকবার্তা

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায়ের প্রতিনিধিত্ব করেন। সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নারী নেতৃত্বের বিকাশে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক অসুস্থতার সঙ্গে সংগ্রাম করে অবশেষে তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাঁর এই বিদায়ে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, একজন দৃঢ়চেতা নেতৃত্ব ও একজন সংগ্রামী অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীকে এই গভীর শোক সইবার শক্তি দান করেন এই প্রার্থনা রইল।

সম্প্রতি

আরও খবর