মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিতারেক রহমানের নেতৃত্বে বহুমূখী কর্মসংস্থানের সৃষ্টি হবে: কর্নেল আজাদ

তারেক রহমানের নেতৃত্বে বহুমূখী কর্মসংস্থানের সৃষ্টি হবে: কর্নেল আজাদ

প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)

সম্পর্কিত সংবাদ

প্রত্যেক জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি বিএনপির আস্থা ও সম্মান রয়েছে। ভাষার বহুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ এবং উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সব অধিকার প্রতিষ্ঠা ও বেকার সমস্যার সমাধানে বহুমূখী কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়নের আমলীতলা এলাকায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক-অর্থনৈতিক অধিকার ও জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি এটিই বিএনপির অঙ্গীকার।

কর্নেল আজাদ আরোও বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সেই বাংলাদেশে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

মত বিনিময় সভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নূরুল আলম মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্প্রতি

আরও খবর