শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবররাজনীতিহাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

প্রায় দুই দিন চিকিৎসা শেষে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’-য় ফিরে যান তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে মেডিকেল বোর্ড তাকে বাসায় ফেরার পরামর্শ দিয়েছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম ভালো আছেন।”

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে তার চিকিৎসা তত্ত্বাবধান করছে।

এর আগেও গত ২৮ আগস্ট রাতে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন।

৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

সম্প্রতি

আরও খবর