আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ১৮ দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে অন্যতম প্রস্তাব হলো জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজন করা। মঙ্গলবার,(২৮ অক্টোবর ২০২৫) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, ‘১৮ দফার মধ্যে একটি মূল প্রস্তাব হলো- নির্বাচনের আগে গণভোট করতে হবে। জুলাই জাতীয় সনদে রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জনগণকে জানাতে হবে। জনগণ জানার পরেই তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবে। তাই নভেম্বরে গণভোট আয়োজনই সবচেয়ে উপযুক্ত সময়।’
জামায়াত নেতা আরও বলেন, ‘একই দিনে নির্বাচন ও গণভোট হলে কেন্দ্রে সহিংসতা হতে পারে, কিছু কেন্দ্রে ভোট বন্ধও হতে পারে। এতে গণভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে।’
গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ছিল খোলামেলা ও সৌহার্দ্যপূর্ণ। তিনি বলেন ‘আমরা কমিশনকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’
জোটগত নির্বাচনের প্রতীকসংক্রান্ত বিতর্কে বিএনপির আপত্তি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘উপদেষ্টা পরিষদে সংশোধন অনুমোদিত হওয়ার পরও কিছু দল এটি পরিবর্তনের দাবি তুলেছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডের পরিপন্থী। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। সংশোধিত বিধানের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন – জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, এইচ এম হামিদুর রহমান আজাদ, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং ঢাকা মহানগরীর দুই আমির নুরুল ইসলাম ও মোহাম্মদ সেলিম।



