আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন দলের এমএ হান্নান।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, আমি সেই আস্থার মর্যাদা রাখতে বদ্ধপরিকর। নাসিরনগরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনব।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। নাসিরনগরবাসীকে আহ্বান জানাই-দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাদের আন্দোলন ও নির্বাচনী যাত্রাকে সফল করুন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এমএ হান্নানের নাম চূড়ান্ত করেছে।



