মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবররাজনীতিপ্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের পরই তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন। আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।”

দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন। একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন, যেখানে গণভোটের প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য নিশ্চিত করেছেন যে, প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে এবং পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

সম্প্রতি

আরও খবর