সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবররাজনীতিনির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হওয়া পর্যন্ত জামায়াত ও সঙ্গীদের কর্মসূচি অব্যাহত...

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হওয়া পর্যন্ত জামায়াত ও সঙ্গীদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দাবিতে কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে জামায়াতসহ আট দল। দলগুলো মনে করছে, সরকারের তিন উপদেষ্টার ‘মিসগাইডিং ভূমিকার কারণেই লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হচ্ছে না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আট দলের পক্ষে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দাবি আংশিক পূরণ হয়েছে। তাই দাবিগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে।’

রোববার,(১৬ নভেম্বর ২০২৫) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আট দলের লিঁয়াজো কমিটির বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অনির্দিষ্টকালের জন্য অবরোধের যে কর্মসূচি ঘোষিত হওয়ার কথা ছিল, সংবাদ সম্মেলনে এ ধরনের কোনো ঘোষণা দেয়া হয়নি।

আট দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা গোলাম পরওয়ারের দাবি, সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্য করছেন। এই ‘মিসগাইডিং’ ভূমিকার কারণেই ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হচ্ছে না বলে আট দল মনে করছে। আর সেই কারণেই জোট ঘোষণা দিয়েছে, প্রতিশ্রুত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না পাওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে। সব কথা আনুষ্ঠানিকভাবে বলা যায় না মন্তব্য করে জামায়াতের এ নেতা বলেন, ‘প্রয়োজন হলে সময়মতো আমরা তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলবো। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে।’

গোলাম পরওয়ার বলেন, ‘সরকারকে এখনই সজাগ হতে হবে, নইলে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, প্রশাসনের অনেক জায়গায় এখনও দলীয় পক্ষপাত চলছে। এর সঙ্গে তিন উপদেষ্টার প্রভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রশাসনে রদবদলের (ডিসি, ইউএনও, ওসি) ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, ‘একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।’ তিনি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

আজ শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘নাশকতা’ করতে পারে এমন প্রশ্নের জবাবে আট দলের মাঠে থাকার ঘোষণা দিয়ে পরওয়ার বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতার কর্মসূচির কোনো সুযোগ জাতি দেবে না। রায় ঘোষণার দিন আমরা আন্দোলনরত আট দল মাঠে থাকবো।’

তিনি জানান, বৈঠকে আট দলের শীর্ষ নেতারা একমত হয়েছেন, গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ ভোট’ দিবেন তারা এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন ‘হ্যাঁ ভোট’ দেয়ার জন্য। এরআগে সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন আট দলের শীর্ষ নেতারা।

বৈঠকে শফিকুর রহমান বলেন, ‘একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশবাসীর মধ্যে সংশয় ও সংকট তৈরি হয়েছে । এ সংকট সরকারকেই দূর করতে হবে।’

সম্প্রতি

আরও খবর