নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক সংলাপে সোমবার জামায়াতে ইসলামীর অংশ নেয়ার কথা থাকলেও দলটি নির্বাচন ভবনে যাচ্ছে না। সোমবার সকাল ও বিকেলের পর্বে জামায়াতসহ ১২টি দলকে আমন্ত্রণের কথা বলেছিল ইসি।
তবে রোববার,(১৬ নভেম্বর ২০২৫) ইসির জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, সোমাবরের (আজ) রাজনৈতিক দলগুলোর তালিকায় পরিবর্তন আনা হয়েছে। এ তালিকায় জাকের পার্টিকে যুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর সংলাপ সূচি আলোচনা করে পরবর্তীতে নির্ধারণ করা হবে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘ইসির সংলাপের আমন্ত্রণ পাওয়ার পর জামায়াতের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিলম্বে তারা ইসির চিঠি পেয়েছে, প্রস্তুতির সুবিধার্থে পরে সংলাপের সময়সূচি ঠিক করার অনুরোধ করা হয়েছে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গত বৃহস্পতিবার দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে ইসি। এদিন সকাল ও বিকেলে দুই পর্বে ১২টি, রোববার একইভাবে আরও ১২টি দলের সঙ্গে বসেছে ইসি।
পরিবর্তিত তালিকা অনুযায়ী সোমবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসবে ছয়টি দল। সেগুলো হলোÑ বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। বিকেলে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ রয়েছে।



