সিলেট-৩ আসনে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান মতিউর রহমান খান প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। এর আগে তিনি দরগাহ মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মাজার জিয়ারত করেন। দেওয়ান মতিউর রহমান খান দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। জনস্বার্থে তিনি সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর এবং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি একজন কবি ও লেখক, যিনি সাহিত্য ও সমাজচিন্তায়ও সক্রিয় ভূমিকা রাখছেন।
দেওয়ান মতিউর রহমান খান জানান, তার দলের চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশ লেবার পার্টির সারাদেশে ৭৫ টি আসনে প্রার্থী দিচ্ছেন।
এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ান মতিউর রহমান খান বলেন, সিলেট ৩ আসনের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট সিটি কর্পোরেশনের আংশিক এলাকার কোথায় কি কি কাজের প্রয়োজন তার জানা রয়েছে সে অনুযায়ী তিনি পরিকল্পনা মাফিক কাজ করবেন।



