তিন বারের সফল প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজ ওয়ানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. ফখরুজ্জামান, ট্রেজারার ডা. শাইফুল ইসলাম সাকিল, ডা. জোনাইদুর রহমান লিখন, ডা. সজীব ও ডা. ওভি। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক, সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাজ্জাদ হোসেন সহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।



