জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে প্রমাণ করেছে তারা নিরপেক্ষ নন। তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ ভূমিকায় দেখা যাচ্ছে না।
মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) রাজধানীর গুলশানে ডেলিগেশন অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচন কমিশন অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করলেও জাতীয় পার্টিকে নির্বাচনসংক্রান্ত আলোচনার আহ্বান জানায়নি। অথচ আমরা একটি বৃহৎ দল। এছাড়াও নির্বাচন ঘিরে সব দলের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা মনে করি, সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।


