বিকালে রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এই ঘোষনা দেন। আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দলের মুখপাত্র হিসেবে থাকবেন।তিনি এবার নির্বাচনে প্রার্থী হবে না। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। নাহিদ ইসলাম বলেন, তার এই যোগদান এনসিপির পথচলাকে সহযোগিতা করবে।



