সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাআবার বিশ্বকাপে ঘানা

আবার বিশ্বকাপে ঘানা

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

আফ্রিকার পঞ্চম দল হিসেবে আগামী বিশ্বকাপে জায়গা করে নিলো ‘দা ব্ল্যাক স্টার্স’ নামে খ্যাত ঘানা। গ্রুপের শেষ ম্যাচে ঘরের মাঠে ১-০ গোলে হারায় তারা কমোরোজকে।

ম্যাচের ৪৭তম মিনিটে বল জালে জড়ান টটেনহ্যাম হটস্পারের উইঙ্গার মোহামেদ কুদুস।

এই নিয়ে পাঁচবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল ঘানা। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেই দ্বিতীয় রাউন্ডে যায় তারা।

২০১০ বিশ্বকাপে চমকে দেয় কোয়ার্টার ফাইনাল খেলে। পরে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।

আগের রাউন্ডেই বিশ্বকাপে পৌঁছে যাওয়া মিশর শেষ ম্যাচে সেরা তারকা মোহামেদ সালাহকে বিশ্রাম দিয়েও জয় দিয়ে শেষ করেছে বাছাইপর্ব। মোহামেদ হামদির গোলে তারা হারায় গিনি বিসাউকে। ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে শেষ করলো তারা বাছাইপর্ব।

সম্প্রতি

আরও খবর