সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাজাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

১৮০ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ৫ম জাতীয় স্কোয়াশ শুরু হয়েছে। সোমবার,(১৩ অক্টোবর ২০২৫) বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ।

এসময় উপস্থিত ছিলেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.), উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকরা।

চার দিনব্যাপি চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা রাউন্ডরবিন লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সম্প্রতি

আরও খবর