বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলানাসুমকে নিয়ে স্পিন শক্তি আরও বাড়ালো বাংলাদেশ

নাসুমকে নিয়ে স্পিন শক্তি আরও বাড়ালো বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৪ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আগামীকাল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে। ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ আগামী ২৩ অক্টোবর। প্রথম ম্যাচে জয়ে বড় অবদান রাখেন স্পিনার রিশাদ হোসেন। ৩৫ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। শেরেবাংলারে স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের স্পিনারদের খেলতে হিমশিম খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রিশাদের পাশাপাশি বাংলাদেশ দলে স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম। অকেশনাল স্পিনার হিসেবে দলের প্রয়োজনে বল করতে পারেন সাইফ হাসানও।

দলের স্পিন শক্তি আরও বাড়াতে শেষ দুই ওয়ানডে ম্যাচের জন্য বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করেছে বিসিবি। দেশের হয়ে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছেন নাসুম। ২০২২ সালে অভিষেকের পর ১৮ ম্যাচ খেলে ৪.৪৮ ইকোনমিতে ১৬ উইকেট শিকার করেছেন তিনি।

সম্প্রতি

আরও খবর