বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলাজাতীয় ফুটবলে বগুড়ার জয়

জাতীয় ফুটবলে বগুড়ার জয়

প্রতিনিধি, রাজশাহী

সম্পর্কিত সংবাদ

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে বগুড়া জেলা দল। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে বগুড়া জেলা ফুটবল দল ৪-৩ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগত্য অর্জন করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র থাকে। প্রথমার্ধে বগুড়ার মো. সাইদ ও দ্বিতীয়ার্ধে নওগাঁর তানভীর আহমেদ গোল করেন। ফলে মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয় ও খেলা গড়াই খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. সবুর আলী। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর