সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাকিউই-উইন্ডিজ প্রথম টি-২০ বুধবার

কিউই-উইন্ডিজ প্রথম টি-২০ বুধবার

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ক্যারিবিয়ানরে বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের লক্ষ্য স্বাগতিকদের। অকল্যান্ডে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ‘বাংলাদেশ সফরে সর্বশেষ সিরিজে দল দারুণ পারফরমেন্স করেছে। ঐ সিরিজ জয় ছেলেদের বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। দল হিসেবে আমরা এখন টি-টোয়েন্টিতে অনেক বেশি আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড। এরপর চার সিরিজের ৩টিতে জয় ও ১টিতে ড্র করে কিউরা। তবে সর্বশেষ ২টি সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে ব্ল্যাককাপসরা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া কিউইরা।

সম্প্রতি

আরও খবর