আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দলে ফিরলেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়লেন এনামুল হক বিজয়। সর্বশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল অঙ্কন ও নাঈম হাসানও। ওই সফরের স্কোয়াড ছিল ১৬ জনের। এবার দেশের মাঠের সিরিজে স্কোয়াড রাখা হয়েছে ১৪ জনের।
সিলেট টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু আগামী মঙ্গলবার। পরের টেস্ট ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে, যেটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।



