বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরখেলাদুই বছর পিছিয়ে গেল এসএ গেমস

দুই বছর পিছিয়ে গেল এসএ গেমস

ক্রীড়া প্রতিবেদক

সম্পর্কিত সংবাদ

শঙ্কাটা আগেই জন্মেছিল সাউথ এশিয়ান (এসএ) গেমসের স্টেকহোল্ডার দেশগুলোর। এমনকি সেই শঙ্কা থেকে বাংলাদেশের অনেক ক্রীড়া ডিসিপ্লিনই এসএ গেমসের ক্যাম্প স্থগিত করে দেয়। গুঞ্জনই সত্যি হলো। প্রায় দুই বছর পিছিয়ে গেল দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই গেমস। ২০২৭ সালের নভেম্বরে গেমস হবে বলে জানিয়েছে আয়োজক দেশ পাকিস্তান। যা আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশটির তিন শহরে।

গতকাল বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ফেডারেশনগুলোকে এসএ গেমস পিছিয়ে গেছে উল্লেখ করে ইমেইল করেছে। সেখানে উল্লেখ করেছে, বাহরাইনে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় দুটি সিদ্ধান্ত হয়েছে। প্রথমত, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জানাবে ২০২৬ সালের জানুয়ারিতে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না। দ্বিতীয়ত, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে আরেক দফা জানাবে ২০২৭ সালের নভেম্বরে পাকিস্তান গেমস আয়োজন করতে পারবে কি না।

২০২৬ সালে এসএ গেমস অনুষ্ঠিত হচ্ছে না এটা নিশ্চিত। এক বছর পেরিয়ে পাকিস্তান আদৌ গেমস আয়োজন করতে পারবে কিনা সেটাও সংশয় রয়েছে। পাকিস্তান ডিসেম্বরে যদি কোনো কারণে গেমস আয়োজনে অপারগতা প্রকাশ করে তখন সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলকে আবার নতুন করে স্বাগতিক খুঁজতে হবে। পাকিস্তান সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে এসএ গেমস আয়োজন করেছিল।

সম্প্রতি

আরও খবর