বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরখেলানারী হকির আঞ্চলিক ফাইনাল রবিবার

নারী হকির আঞ্চলিক ফাইনাল রবিবার

প্রতিনিধি, রাজশাহী

সম্পর্কিত সংবাদ

একদিন বিরতির পর আবারও ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেনু্যু অঞ্চলের খেলা অনুষ্ঠিত হয়।শনিবার,(০৮ নভেম্বর ২০২৫) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঠাকুরগাঁও জেলা দল রেখা ও জিয়ামনির হ্যাটট্রিকে ৮-০ গোলে রংপুর জেলা দলকে হারায়। রোখা ৩ জিয়ামনি ৪ ও রতি ১টি করে গোল করেন। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী দল ৫-০ গোলে জয়পুরহাট জেলা নারী হকি দলকে হারায়। বিজিত দলের সিনথিয়া, রুমি, বিজলী, রাধিকা ও রাধারানি ১টি করে গোল করেন। রবিবার জোনাল ফাইনালে রাজশাহী ও ঠাকুরগাঁও অংশ নেবে।

সম্প্রতি

আরও খবর