রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরখেলাপ্রদর্শনী ম্যাচে মেসির গোল

প্রদর্শনী ম্যাচে মেসির গোল

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

গতকাল শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। গোল করেন লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ডাকা হয়েছিল আর্জেন্টিনাকে। খেলা দেখেছেন ৫০ হাজার দর্শক। প্রায় পুরো ম্যাচই খেলেছেন মেসি।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে আফ্রিকার দেশটিতে জয়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে আটবারের ব্যালন ডি’র জয়ী লিখেছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এবং আকাশী-সাদা রঙকে রক্ষা করতে পারায় আমি গর্বিত।’

জাতীয় দলের হয়ে মেসির গোল হলো ১১৫টি। কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের দায়িত্ব নেয়ার পর ৫০ গোল করা প্রথম খেলোয়াড় এখন তিনি। এই সময়ে ৩৫ গোল করে তালিকার দুইয়ে লাউতারো মার্তিনেস। প্রীতি ম্যাচে মেসির এটি ৫২তম এবং বাঁ পায়ে ১০১তম গোল।

সম্প্রতি

আরও খবর