এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য জাতীয় ফুটবল দল এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের জন্য ক্রিকেট দলও রয়েছে হোটেল সোনারগাঁওয়ে। সকালের নাস্তা করতে লিফটে করে নামছিলেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। সেখানেই নাকি দুজনের কথপোকথন হয়। সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ক্রিকেট কোচ সিমন্স আমাকে জিজ্ঞেস করেন, ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ! কী মনে হচ্ছে?।’
উত্তরে কি বলেছেন জামাল সেটাও জানালেন, ‘আমি বললাম, ফুটবলারদের জন্য চাপ থাকাটা স্বাভাবিক। চাপ সবসময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ।’ পরে তিনি বললেন, ‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকবো।’ ম্যাচের গভীরতা বোঝাতে জামাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্রিকেটের দিকটা যদি দেখেন, তারাও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। শুধুমাত্র সমর্থক কিংবা পরিবার নয়। অন্যান্য খেলাধুলার লোকেরাও আগ্রহ দেখাচ্ছে। সারা বাংলাদেশ এই খেলা দেখবে।’



