সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাফুটবল বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস

ফুটবল বিশ্বকাপে জার্মানি, নেদারল্যান্ডস

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ইউরোপের আরও দুই দল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিতলো জার্মানি ও নেদারল্যান্ডস। বড় জয়ের ফলে বিশ্বকাপে পৌঁছে গেল তারা।

গতকাল সোমবার রাতে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে ৬-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেন লেরয় সানে। একটি করে গোল নিক উয়োল্টেমাডে, সের্গে ন্যাব্রি, রিডল বাকু ও আসান কুয়েদ্রাগোর। সহজ জয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জুলস নাগেলসমানের দল। আগামী বছর আমেরিকার মাটিতে ২১তম বার বিশ্বকাপ খেলবে জার্মানি।

অন্যদিকে গ্রুপ ‘জি’-তে নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে। গোল করেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডোনিয়েল মালেন । এ জয়ের ফলে অপরাজিত থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এটি তাদের ১২তম ফুটবল বিশ্বকাপ।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব থেকে আগে নরওয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া ও ফ্রান্স বিশ্বকাপের টিকেট পেয়েছে।

সম্প্রতি

আরও খবর