এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের অপেক্ষার অবসান হলো বাংলাদেশের ।
মঙ্গলবার,(১৮ নভেম্বর ২০২৫) কানায় কানায় পূর্ণ ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলা মুহূর্তটি এলো দ্বাদশ মিনিটে। মাঝমাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটলেন শেখ মোরসালিন। এরপর ফিরতি পাস পেয়ে টোকা দিয়ে গোলকিপার গুরপ্রিত সিং সান্ধুর দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে মেললেন ডানা। এগিয়ে গেল বাংলাদেশ। এরপর শুরু হলো গোল আগলে রাখার লড়াই। মরিয়া ভারতের বিপক্ষে সেই লড়াইয়ে জিতে বাছাইয়ে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ।
সেই ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ২-১ ব্যবধানে ভারতকে সবশেষ হারানোর গল্প লিখেছিল বাংলাদেশ। ভুলে যাওয়া সেই স্বাদ ২২ বছর পর সমর্থকদের দিলেন মোরসালিন।
চলতি বাছাইয়ে জয়হীন থাকার তীব্র হতাশা ছিল, সে হতাশার বৃত্ত থেকেও বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভূঁইয়ার হাহাকারও ঘুঁচল, খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি আস্বাদন করলেন প্রথম জয়ের অনির্বচনীয় স্বাদ। পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত।
গ্যালারি ভরা দর্শকের তুমুল হর্ষধ্বনি, উন্মাদনা, অনেক না পাওয়ার হতাশা সঙ্গী করে শুরু হলো ম্যাচ। ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে থাকা হামজা-শোমিতদের শুরুটা অবশ্য ছিল ধীরলয়ে। কানাডা প্রবাসী শমিত সোমকে নিয়ে শুরুর একাদশ সাজালেও বাংলাদেশ সেভাবে পারছিল না মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে।



