মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাঢাবি আন্তঃবিভাগ ফুটবলে রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন

ঢাবি আন্তঃবিভাগ ফুটবলে রাষ্ট্রবিজ্ঞান ও প্রাণিবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবলে উত্তরাঞ্চলের ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩-০ গোলে ফিন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরিকুল ইসলাম। একই বিভাগের জিকো টুর্নামেন্টের সেরা হন।

দক্ষিণাঞ্চলের ফাইনালে প্রাণিবিদ্যা বিভাগ টাইব্রেকারে ২-১ গোলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের তাসিন। একই বিভাগের গোলকিপার অপু ম্যান অব দ্য টুর্নামেন্ট হন।

বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন।

সম্প্রতি

আরও খবর