মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলানারী কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হার

নারী কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হার

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

নারী কাবাডি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উঁড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকরা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরে যায়।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সন্ধ্যায় ২০১২ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শারীরিক, টেকনিক ও ট্যাকটিস-সব বিভাগে পরাস্ত হতে হয়েছে রুপালির দলকে।

শুরুতে আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট ভারতের। পরের রেইডে সমতা বাংলাদেশের। ১-১ এ পয়েন্ট সমান হলে লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তবে এরপরই বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য শুরু।

প্রথমার্ধ ২৯-৮ পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ। বিরতির পর একই চিত্র। ভারতের আধিপত্য চলতে থাকে। ৪২-১৫ পয়েন্টে বাংলাদেশ তৃতীয়বারের মতো অল আউট!

শেষ পর্যন্ত ভারত অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আর স্বাগতিকরা নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হার দেখলো।

এবারের আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। তৃতীয় দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে তারা হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও আধিপত্য নিয়ে জিতেছে ইরান।

বুধবার আরেক ম্যাচে প্রথম জয় পেয়েছে থাইল্যান্ড। জমজমাট লড়াইয়ে তারা ৫১-৩৭ পয়েন্টে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে।

সম্প্রতি

আরও খবর