মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাভারতকে হারিয়ে ৯ বছরে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

ভারতকে হারিয়ে ৯ বছরে সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারানোর পরদিন সুখবর পেল বাংলাদেশ দল। ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

গত বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৮০ নম্বরে। নয় বছরের মধ্যে এটি লাল-সবুজ জার্সিধারীদের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মে মাসে তারা ছিল ১৭৮ নম্বরে।

মাঝের বেশিরভাগ সময়টাতে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের গ্রাফ ছিল নিম্নমুখী। এমনকি ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মে পর্যন্ত নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে অবস্থান করেছিল তারা।

গত মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে মোরসালিনের একমাত্র গোলে ভারতকে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পালা শেষে প্রতিবেশীদের বিপক্ষে জয়ের স্বাদ পায় তারা। ম্যাচটির আগে র‌্যাঙ্কিংয়ে ৪৭ ধাপ এগিয়ে থাকা ভারতকে হারানোয় বেশ উন্নতি হয়েছে হামজা চৌধুরী-শমিত সোমদের। ১৭.১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তাদের। বাংলাদেশের আগের পয়েন্ট ছিল ৮৯৪.০৬, বর্তমান পয়েন্ট ৯১১.১৯।

২০০৩ সালের পর প্রথমবার বাংলাদেশের কাছে পরাস্ত হওয়া ভারতেরও ১৭.১৩ পয়েন্ট কমেছে। র‌্যাঙ্কিংয়ে তারা পিছিয়েছে ছয় ধাপ। ১৩৬ নম্বর থেকে ১৪২ নম্বরে নেমে গেছে দলটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি অবস্থানে কোনো পরিবর্তন নেই। স্পেন একে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুইয়ে, ফ্রান্স তিনে ও ইংল্যান্ড চারে আছে। দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল।

সম্প্রতি

আরও খবর