শনিবার,(২২ নভেম্বর ২০২৫) বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগে ৫ম রাউন্ডের খেলায় টসে হেরে স্বাগতিক রাজশাহী ১ম ইনিংসে ৬৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৬৮ রান। সাব্বির ৭২ বলে ৮৪, রহিম আহমেদ ১০৭ বলে ৭৭ ও ৭৮ বলে ৩৬ রান করে নাসি সিদ্দিক। রংপুরের আবুজ হাসিম ৪২ রানে ২টি ও মুকিদুল মোয়াদিদ ৪২ রানে ৫টি উইকেট নেন। রংপুর বিভাগ ১ম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৮.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে ৩৭ রান। জাহিদ ২৮ বলে ২৯ ও আব্দুল্লাহ আল মামুন ২১ বলে ৪ রানে অপরাজিত আছে।



