আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহণ না করার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ সব ফেডারেশনকে চিঠি দিয়েছে। পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, ক্রীড়া পরিষদ লক্ষ্য করছে, কোনো কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের প্রচারণায় বা রাজনৈতিক উদ্দেশ্যে সাধনের জন্য ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে। ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা ক্রীড়া পরিষদ মনে করে, খেলোয়াড়দের এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম অংশ নেয়া জাতীয় ক্রীড়ানীতির পরিপন্থি এবং ক্রীড়াঙ্গনের পরিবেশকে কলুষিত করতে পারে।
ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে কঠোরভাবে সুস্পষ্ট দু’টি বার্তা দিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে পারবে না। খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে হবে। ফেডারেশনগুলোর পাশাপাশি খেলোয়াড়দেরও ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে। পরিষদ মনে করে, এর ব্যতয় ঘটলে ক্রীড়ার সুস্থ পরিবেশ কলুষিত হতে পারে যা একেবারেই অনভিপ্রেত।



