মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলাএনসিএলে তানভিরের ৭ উইকেট আল আমিনের সেঞ্চুরি

এনসিএলে তানভিরের ৭ উইকেট আল আমিনের সেঞ্চুরি

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে ঢাকা বিভাগকে হারিয়েছে বরিশাল বিভাগ। অন্য ম্যাচে সেঞ্চুরি করেছেন আল আমিন। কক্সবাজারের মাঠে আগের দিন দুটি নিয়েছিলেন তানভির ইসলাম। শেষ দিনে বাকি পাঁচ উইকেটের সবকটি নিয়ে ধস নামান ঢাকার ব্যাটিংয়ে।

আল আমিনের সেঞ্চুরি

তৃতীয় দিন শেষে দুই দলেরই রান ছিল সমান ৩৮৭। শেষ দিনে আল আমিন ও আরিফ আহমেদের দারুণ জুটিতে খুলনা বিভাগকে টপকে এগিয়ে যায় ময়মনসিংহ বিভাগ। শেষ পর্যন্ত জুটি থামে ১৪৯ রানে।

৬২ রানে দিন শুরু করা আল আমিন অপরাজিত থাকেন ১০২ রানে। দশে নামা আরিফ আউট হন ৯ চার ও ২ ছক্কায় ৮১ রান করে।

সম্প্রতি

আরও খবর