বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরখেলাসলিডারিটি গেমস কুস্তিতে ওয়াকওভার: ব্যাখ্যা চেয়েছে বিওএ

সলিডারিটি গেমস কুস্তিতে ওয়াকওভার: ব্যাখ্যা চেয়েছে বিওএ

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে ওয়াকওভারে ঘটনা ঘটেছে। নারী ৬৮ কেজি ওজন শ্রেণীর ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের কুস্তি খেলোয়াড় হালিমা আক্তার অনুপস্থিত ছিলেন। এজন্য গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন সেলিম ফকির বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গেমসের কুস্তি দলের ম্যানেজার মেজবাহ উদ্দিন আজাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

গত ২০ নভেম্বর নারী কুস্তি খেলোয়াড় হালিমা আক্তারের ব্রোঞ্জের ম্যাচ ছিল। সেই ম্যাচে হালিমা উপস্থিত না হওয়ায় আজারবাইজানের নিগার মিরজাজাদে জয়ী হন। সূচি থাকা সত্ত্বেও হালিমা কেন উপস্থিত হননি এবং ম্যানেজার হিসেবে খেলোয়াড়কে যথাসময়ে ভেন্যুতে উপস্থিত রাখার দায়িত্ব মেজবাহ উদ্দিন আজাদ কেন যথাযথ পালন করেননি বিওএ’র প্যাডে গেমসের শেফ দ্য মিশন সেলিম ফকির স্বাক্ষরিত চিঠিতে সেই ব্যাখা জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বরের মধ্যে মেজবাহ উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে এই জবাব দিতে হবে। কুস্তিতে দুইজন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। দুইজন নারী খেলোয়াড়ের সঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজেই কোচ কাম ম্যানেজার পদে ছিলেন।

সম্প্রতি

আরও খবর