সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাঅনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন পর্তুগাল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন পর্তুগাল

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

প্রথমবার ফুটবলের কোনো বিশ্বকাপ জিতল পর্তুগাল। অস্ট্রিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতলো রোনালদোর দেশ। এ বছর অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছে পর্তুগাল।

ক্রিস্তিয়ানো রোনালদোরা এখনও যা করে দেখাতে পারেননি, সেটাই করে ফেললো তার দেশের ছোটরা। প্রথম বার বিশ্বকাপ জিতলো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারায় পর্তুগাল।

রোনালদো এখনও দেশকে বিশ্বকাপ দিতে পারেননি। গতবার আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে তার চাপ বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের আগে সিআর সেভেনের সেই চাপ আরও বাড়িয়ে দিল তারই দেশের অনূর্ধ্ব-১৭ দল। মেসি যে কাতারে বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাতারেই অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়ন হলো পর্তুগাল। চলতি বছরেই অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। তারপর এলো বিশ্বকাপ। দেশের আগামীদিনের তারকাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত রোনালদোও। বিশ্বজয়ী দলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

২০০৩ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। আর এবারই প্রথম বিশ্বজয় করলো তারা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছে রাফায়েল কুইন্টাসেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ১-২ ব্যবধানে হারলেও বাকি ম্যাচগুলোতে তারা সহজ জয় পেয়েছে। প্রথম ম্যাচে উত্তর ক্যালিডোনিয়াকে ৬-১ ব্যবধানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মরক্কোকে হারায় ৬-০ ব্যবধানে। নকআউট পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় ৫-০ গোলে।

এরপর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারায়।

সেমিফাইনালে অবশ্য কঠিন লড়াই করতে হয়েছে পর্তুগালকে। টাইব্রেকারে হারায় ব্রাজিলকে।

জুনিয়রদের এমন সাফল্যে উচ্ছ্বসিত ক্রিস্তিয়ানো রোনালদো। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। অনূর্ধ্ব ১৭ পর্তুগাল দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী ফুটবল মহল। কারণ চলতি বছরেই ইউরোপসেরা এবং বিশ্বসেরা হয়েছে এই স্কোয়াড। আগামী বছর ফিফা বিশ্বকাপ। এই জয় রোনালদোদের বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা সেটাই দেখার। ইতোমধ্যেই রোনাল্ডোরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

সম্প্রতি

আরও খবর