সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাফুটবল লীগে ফকিরেরপুলে ধরাশায়ী মোহামেডান

ফুটবল লীগে ফকিরেরপুলে ধরাশায়ী মোহামেডান

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

বাংলাদেশ ফুটবল লীগে আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং। কিন্তু শনিবার,(২৯ নভেম্বর ২০২৫) ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলের কাছে ধরাশায়ী হয় ঐতিহ্যবাহী দলটি। ২-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের মোহামেডান। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানের বিপক্ষে দুই গোলদাতা ছিলেন ইরফান হোসেন ও ওয়াতারা বেন ইবরাহীম।

আগের মৌসুমে লিগে মোহামেডানকে হারিয়ে প্রথম চমক দেখায় ফকিরেরপুল। কুমিল্লায় ১-০ গোলে সেবার জয় পেয়েছিল নবাগত দলটি। পরের লেগে অবশ্য তাদের ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে মোহামেডান।

শনিবার প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে জটলার মধ্য থেকে গোল করে ফকিরেরপুলকে এগিয়ে দেন ইরফান হোসেন। ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে ফকিরেরপুলের সামনে। কিন্তু বিপদ হওয়ার আগেই বল ক্লিয়ার করেন মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান।

৬১ মিনিটে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারের মধ্য থেকে বল নিয়ে বেরিয়ে যান ওয়াতারা বেন ইব্রাহীম। এরপর বক্সে ঢুকে আরিয়ান হোসেনের সঙ্গে বল দেয়া-নেয়া করে গোলমুখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন আইভরিকোস্টের এ ফরোয়ার্ড। তাতে ২-০ গোলে এগিয়ে যায় ফকিরেরপুল।

৬৩ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেতে পারতেন ইব্রাহীম। দুর্ভাগ্য বল শট ফিস্ট করে তাকে গোলবঞ্চিত করেন সাকিব। জোড়া গোলে এগিয়ে গিয়ে মোহামেডানকে আরও চেপে ধরে ফকিরেরপুল। ৬৬ মিনিটে মোস্তফা কারাবার শট সহজেই তালুবন্দী করেন সাকিব।

৭৫ মিনিটে ভালো আক্রমণ শাণায় মোহামেডান। কিন্তু ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আরিফের শট বাইরের জাল কাঁপায়। ৮৩ মিনিটে আরিফের উড়িয়ে মারা বলে ওভারহেড কিক নেন মোহামেডানের বার্নার্ড মরিসন। সেটিও বেরিয়ে যায় পোস্টের ডানপাশ ঘেঁষে।

দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে মোহামেডানকে টপকে টেবিলের আটে উঠে এসেছে ফকিরেরপুল। সমান পয়েন্ট নিয়ে ৯ নম্বরে মোহামেডান। পুলিশের সঙ্গে এক পয়েন্ট পেয়ে তিনে স্থান হয়েছে ব্রাদার্স ইউনিয়নের।

গতকাল শুক্রবার কুমিল্লার স্টেডিয়ামে আবাহনী ১০ জনের দল নিয়ে পুলিশের বিপক্ষে জিতেছে ২-০ গোলে ।

২৫ মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে নেন সুলেমানে দিয়াবাতে। ৪৩ মিনিটে এনামুল গাজীর পা থেকে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী।

৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে আবাহনী লিমিটেড। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।

এদিন মানিকগঞ্জে ফর্টিস ১-০ গোলে হারায় আরামবাগকে । গোলটি করেন রিয়াজ উদ্দিন সাগর।

৪ ম্যাচে জয়হীন থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে আরামবাগ । জিতে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে তৃতীয় স্থানে।

ফুটবল লীগে বসুন্ধরার গোল উৎসব

নিজেদের মাঠে রহমতগঞ্জকে ৫-০ গোলে হারিয়ে এককভাবে বাংলাদেশ ফুটবল লীগের শীর্ষে উঠেছে বসুন্ধরা কিংস। লীগে দশ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত তারাই।

চতুর্থ রাউন্ড শেষে বসুন্ধরা কিংস তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। রহমতগঞ্জ প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট।

কিংস অ্যারেনাতে রহমতগঞ্জের বিপক্ষে ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারতো বসুন্ধরা কিংস। নিজেদের অর্ধে বল পেয়ে এক ছুটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া রাকিব হোসেনের জোরালো শট ফিরিয়ে দেন গোলকিপার আলিফ মামুন।

শেষ পর্যন্ত ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে সানডের দূরপাল্লার শট দূরের পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় কিংস। এরপর নিয়মিত বিরতিতে গোল উৎসব করেছে লীগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিরতির আগে সানডের ক্রসে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭২ মিনিটে কর্নার থেকে হেডে তপু বর্মণ, দুই মিনিট পর কিউবা মিচেলের পাস থকে এমানুয়েলও ঠিকানা খুঁজে নেন।

৭৮ মিনিটে গোলের খাতায় নাম তোলেন দোরিয়েলতন গোমেজ। রাকিবের ক্রস থেকে হেডে আলিফকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

সম্প্রতি

আরও খবর