সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরখেলাআরেকটি সেঞ্চুরিতে কোহলি পেছনে ফেললেন সাচিনকে

আরেকটি সেঞ্চুরিতে কোহলি পেছনে ফেললেন সাচিনকে

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

মার্কো ইয়ানসেনের একটু টেনে করা ডেলিভারি শর্ট থার্ডম্যান দিয়ে খেললেন ভিরাট কোহলি। বল বাউন্ডারিতে পৌঁছাতেই শূন্যে লাফিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়লেন ভারতের ব্যাটিং গ্রেট।

ওয়ানডেতে আরেকটি সেঞ্চুরি করে রেকর্ডের একটি পাতায় কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন ভিরাট কোহলি ।

রোববার,(৩০ নভেম্বর ২০২৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান কোহলি, ১০২ বলে। ৭টি ছক্কা ও ১১টি চারে ১২০ বলে ১৩৫ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি।

টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছেন কোহলি। ৫২তম শতকে সেটিকে আরও সমৃদ্ধ করলেন ডানহাতি এ ব্যাটার। এবারের সেঞ্চুরিতে নতুন একটি রেকর্ড গড়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতক এখন তার। ৩২ ম্যাচে ছয়বার পেয়েছেন অনির্বাচনীয় এই স্বাদ। ভেঙে দিয়েছেন পূর্বসূরি টেন্ডুলকার ও অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের পাঁচটি করে সেঞ্চুরির আগের রেকর্ড। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা কোহলি এদিন শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। ক্রিজে গিয়ে মুখোমুখি প্রথম বলেই বাউন্ডারি পান তিনি, যদিও সেটি ব্যাটে কানায় লেগে। পরে নান্দ্রে বার্গারকে দারুণ শটে আরেকটি চার মেরে যেন জানান দেন, দিনটি তার।

আন্তর্জাতিক ক্রিকেটে গত ফেব্রুয়ারির পর সেঞ্চুরি করলেন কোহলি। তার সর্বশেষ শতকটি ছিল পাকিস্তানের বিপক্ষে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেঞ্চুরি ছুঁয়ে আগ্রাসী হয়ে ওঠেন কোহলি। কোহলির সেঞ্চুরির পাশাপাশি রোহিত শার্মা (৫৭) ও লোকেশ রাহুলের (৬০) ফিফটিতে ৮ উইকেটে ৩৪৯ রান করেছে ভারত।

সম্প্রতি

আরও খবর