রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরখেলাঅমিত হাসানের ডাবল সেঞ্চুরিতে এগিয়ে সিলেট

অমিত হাসানের ডাবল সেঞ্চুরিতে এগিয়ে সিলেট

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ডে রাজশাহীর ২৩৬ রানের জবাবে অমিত হাসানের ডাবল সেঞ্চুরিতে সিলেট ৮ উইকেটে ৫৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। এতে প্রথম ইনিংস থেকে ২৯৯ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৪৬ রান করেছে রাজশাহী।

ইনিংস হার এড়াতে ৭ উইকেট হাতে আরও ১৫৩ রান করতে হবে রাজশাহীকে। দ্বিতীয় দিন জোড়া সেঞ্চুরি করেছিলেন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। তৃতীয় দিন গালিব ব্যর্থ হলেও ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন অমিত। সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৩৭০ রান করেছিল সিলেট। ৭ উইকেট হাতে নিয়ে ১৩৪ রানে এগিয়ে ছিল তারা। গালিব ১১১ ও অমিত ১৭২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের তৃতীয় দিন ডাবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান গালিব ও অমিত। কিন্তু ব্যক্তিগত ১৮০ রানে থামেন গালিব। ২২১ বল খেলে ডাবল-সেঞ্চুরি তুলে নেন অমিত। শেষ পর্যন্ত ২৮ চার ও ১ ছক্কায় ২৫১ বলে ২১৩ রান করেন অমিত। গালিবের ২৯৮ বলের ইনিংসে ১৯টি চার ও ২টি ছক্কা ছিল।

৮ উইকেটে ৫৩৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ২৯৯ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে আবারও বাঁহাতি স্পিনার নাবিল সামাদের ঘূর্ণিতে ৫৮ রানে ৩ উইকেট হারায় রাজশাহী। ৩ উইকেটই নেন নাবিল। চতুর্থ উইকেটে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন প্রিতম (২৯) ও মেহরব(৫৫)। ১১ ওভার বল ৩০ রানে ৩ উইকেট নেন নাবিল। প্রথম ইনিংসে ৪২ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

সম্প্রতি

আরও খবর