রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরখেলাফ্রান্সের কাছে লড়াই করে হার বাংলাদেশের

ফ্রান্সের কাছে লড়াই করে হার বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

জুনিয়র বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার,(০২ ডিসেম্বর ২০২৫) ভারতের চেন্নাইয়ে গ্রুপের সবচেয়ে শক্তিশালী ও গতবারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারেন আমিরুল-রকিবুলরা।

‘এফ’ গ্রুপে অন্যতম শক্তিশালী দল ফ্রান্স। তাই ম্যাচের শুরু থেকেই তাদের আধিপত্য ছিল দেখার মতো। মাত্র সাত মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। পেনাল্টি কর্নার (পিসি) থেকে গেইলার্ড টম গোলকিপার পরাস্ত করেন (১-০)। টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয়া বাংলাদেশ বিরতির আগেই ম্যাচে ফেরে। ২৮ মিনিটে জবাব দেন রকিবুলরা। আগের দুই ম্যাচে পেনাল্টি কর্নার থেকে গোল এসেছিল আমিরুলের সৌজন্যে। এবার প্রথম গোল আসে আক্রমণ থেকেই। মোহাম্মদ আবদুল্লাাহ পোস্টে বল জড়িয়ে স্কোর ১-১ করেন। যদিও ৩২ মিনিটে ফ্রান্স আবারও লিড নেয়। আক্রমণ থেকে গোল করে লরাজুরি গাবিন আক্রমণ থেকে ব্যবধান ২-১ করেন। দুই মিনিট পর ফ্রান্স তৃতীয় গোল পায়। আক্রমণ থেকে লিড্ডিয়ার্ড জেমস বাংলাদেশকে আরও পিছিয়ে দেন (৩-১)। ৫৫ মিনিটে বাংলাদেশ আবারও ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এবার গোল করে ফ্রান্সকে জবাব দেন (২-৩)। যদিও শেষ রক্ষা হয়নি। আর কোন গোলের দেখা না পাওয়ায় ৩-২ গোলের হার নিয়ে টার্ফ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। টুর্নামেন্টে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। এখন স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হবে লাল সবুজের যুবাদের।

সম্প্রতি

আরও খবর