নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং রানার্সআপ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। বুধবার,(০৩ ডিসেম্বর ২০২৫) ফাইনাল খেলায় ইইই বিভাগ নির্ধারিত ১০ ওভারে করে ৪৩ রান । জবাবে রাষ্ট্রবিভাগ দুই উইকেট হারিয়ে বিজয় অর্জন করে। ম্যাচসেরা হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম। টুর্নামেন্ট সেরা ইইই বিভাগের শিক্ষার্থী আরাফাত। টুর্নামেন্টে বেশি রান সংগ্রহ করেন আইন বিভাগের শিক্ষার্থী আদর, বেশি উইকেট নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম শান্ত। এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মকসুদুর রহমান। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইদ্রিস আলী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. সাজেদুল ইসলাম, সহকারী প্রক্টর সাব্বির আহম্মেদ, প্রক্টরিয়াল টিমের অন্যসদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।



