রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরখেলাসাফ ক্লাব কাপ নেপাল গেল নাসরিন

সাফ ক্লাব কাপ নেপাল গেল নাসরিন

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলতে বুধবার,(০৩ ডিসেম্বর ২০২৫) নেপাল গেছে নারী লীগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি।

জানা গেছে, অনূর্ধ্ব-১৭ ও অ-২০ দলের কয়েকজন ফুটবলার আলপি আক্তার, সুরভী আক্তার, অর্পিতারা নাসরিনের হয়ে খেলবেন। প্রথম এ আসরে বাংলাদেশের নাসরিন স্পোর্টস একাডেমি ছাড়াও অংশ নিচ্ছে ভারতের ইস্টবেঙ্গল, পাকিস্তানের করাচি সিটি এফসি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি এবং স্বাগতিক নেপালের এপিএফ ফুটবল ক্লাব।

কাঠমান্ডুতে আগামী শুক্রবার শুরু হবে টুর্নামেন্ট, চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনেই মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক এপিএফ (আর্মড পুলিশ ফোর্স) ক্লাবের মুখোমুখি হবে নাসরিন স্পোর্টস। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে হবে।

সম্প্রতি

আরও খবর