মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরখেলালাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

ক্রীড়া বার্তা পরিবেশক

সম্পর্কিত সংবাদ

আর্জেন্টিনা ও ব্রাজিল দলের দুই লিজেন্ডারি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া ও কাফু ঢাকায় আসতে যাচ্ছেন। শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) থেকে লাতিন বাংলা টুর্নামেন্ট শুরু হয়েছে ঢাকায়? জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের একটি দল ছাড়াও খেলছে আর্জেন্টিনা ও ব্রাজিলের দল। টুর্নামেন্টের শেষ দিনে ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনার লিজেন্ডরা থাকবেন মাঠে। আয়োজকরা তা নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশ দলকে নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। ব্রাজিল থেকে দেশটির সাও পাওলো ভিত্তিক তৃতীয় স্তরের ক্লাব বার্নাদোর যুব দল এবং আর্জেন্টিনা থেকে এসেছে বুয়েন্স আয়ার্সের স্থানীয় দল অ্যাথলেটিকো চার্লোনের যুব দল। শুক্রবার সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় অনূর্ধ্ব-১৭ দলের বেশিরভাগ খেলোয়াড় নিয়ে তৈরি বাংলাদেশের রেড-গ্রিন ফিউচার স্টার ও ব্রাজিলের দল। খেলার পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনে বিকেলে স্টেডিয়ামে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত তারকা জেমস।

তিন দলের দুটি করে ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দলটিকে দেয়া হবে ট্রফি। তিন ম্যাচের টিকেটধারীদের লটারির মাধ্যমে ১০ জন করে বাছাই করে মোট ৩০ জনকে আমন্ত্রণ জানানো হবে কাফু-ক্যানিজিয়ার সৌজন্যে আয়োজিত গালা ডিনারে। এছাড়া ডিনারে ৫০ হাজার টাকা খরচে প্রবেশ করার সুযোগ থাকছে।

আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান বলেছেন, ‘কাফু ও ক্যানেজিয়া আগামী ১১ তারিখ সকালে ঢাকায় আসবেন। আগামী ১৩ তারিখ একইসঙ্গে চলে যাবেন। তারা মাঠেও আসবেন। ডিনারে থাকবেন। আশা করছি লাতিন বাংলা টুর্নামেন্ট ও দুই লিজেন্ডের আসার মাধ্যমে তরুণ ফুটবলাররা আরও উজ্জীবিত হবে।’

সংবাদ সম্মেলন স্বাগতিক রেড-গ্রিন ফিউচার স্টার ক্লাবের (বাংলাদেশ) হেড কোচ ইমরুল হাসান আশাবাদী, ‘এ দলটার অধিকাংশ ফুটবলারই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা দলের ১৯ জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী ৪ জন ফুটবলারও রয়েছেন। আমরা এখান থেকে ইতিবাচক অভিজ্ঞতা নিতে চাই।’

আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের কোচ বলেন, ‘আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এ টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল দেখানোর জন্য প্রস্তুত।’

ব্রাজিলের কোচ লিওনার্দো উচ্ছ্বসিত কণ্ঠে জানান, ‘আমরা এখানে আসতে পেরে খুশি। বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।’

সম্প্রতি

আরও খবর