রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরখেলাসেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

সংবাদ স্পোর্টস ডেস্ক

সম্পর্কিত সংবাদ

নিজেদের মাঠে গতকাল রোববার রাতে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হেরেছে রেয়াল মাদ্রিদ। অনেকটা সময় ১০ জন ও যোগ করা সময়ে কিছু সময় ৯ জন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেন ভিলিয়ত। এই অর্ধে বদলি নেমে দলকে এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান তিনি।

২০০৬ সালের পর এই প্রথম রেয়ালের মাঠে জিতল সেলতা। আর ২০১৪ সালের মে মাসের পর প্রথমবার লা লিগায় রেয়ালকে হারাতে পারলো তারা, মাঝে জয়হীন ছিল ২২ ম্যাচে।

এই হারে বার্সেলোনার সঙ্গে চার পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হারালো রেয়াল। ১৬ ম্যাচে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া মাদ্রিদের দলটি ৩৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে।

সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৯ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এসেছে সেল্টা।

রেফারির ওপর ক্ষুব্ধ রেয়াল

মাদ্রিদ কোচ

লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করার পর গত সপ্তাহে জয় পেয়েছিল রেয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়কে হারানোর পর ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলেন কোচ আলোন্সো। কিন্তু রোববার রাতে সেল্টা ভিগোর ম্যাচে দু’টি লাল কার্ড তার সব হিসাব গুলিয়ে দিল। ১১ বছর পর সেল্টা ভিগোর কাছে হারের পর রেফারিকে নিশানা করেছেন রেয়াল কোচ।

ম্যাচের পর এমবাপ্পেদের কোচ বলেন, ‘রেফারিং পছন্দ হয়নি আমার। আমরা যেমন ম্যাচ চেয়েছিলাম, এটা কোনোভাবেই তেমন নয়। ম্যাচের এই ফলও অপ্রত্যাশিত। এটা ৩ পয়েন্টের ব্যাপার। আমাদের সব কিছু ভুলে দ্রুত সামনের দিকে এগোতে হবে।’

রেয়ালের পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তা নিয়ে আলোন্সো বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এই খারাপ অভিজ্ঞতা, অনুভূতি ভুলে যেতে হবে আমাদের।’

সম্প্রতি

আরও খবর